কেন ফেসবুক এড়ানো অসম্ভব!
ব্যক্তি তার ব্যক্তিগত ছবি, তথ্য, ভালো-মন্দ লাগা, ঘুরাঘুরি, বেড়ানো, খাওয়াদাওয়া অর্থাৎ দৈনন্দিন জীবন যাপন, আত্মীয় বন্ধু, পরিবার সব কিছু শেয়ার করছে ফেসবুকে।
এমনকি সমাজে ঘটে যাওয়া অহরহ ঘটনা ছবি, রীলস, ভিডিও, নিউজের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে হোমপেইজ, নিউজফীডে। ফলে ব্যক্তি ব্যবহারকারী জড়িয়ে যাচ্ছে রিয়াকশান, কমেন্ট, শেয়ার, এংগেজমেন্ট ইত্যাদিভাবে।
শুধু সমাজ নয়, ব্যবসা করতে গেলে এখন ফেসবুক একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, যা কোনো ভাবেই এড়ানো সম্ভব নয়। যে কোনো পণ্য, সেবা বা ব্যবসা করা যায় এমন যে কোনো কিছুর তথ্য মানুষ তথা ভোক্তার কাছে সহজে পৌঁছানোর জন্য ফেসবুকের কোনো বিকল্প নেই।
কিভাবে এই ফেসবুক সবার জীবনের সাথে জড়িয়ে পড়েছে এবং কি কি ফ্যাক্টর একে নিত্য প্রয়োজনীয় অঙ্গ হিসেবে মানুষের দেহে প্রতিস্থাপিত করেছে সে নিয়ে পরে আরেকটি লেখা লিখবো।
মন্তব্যসমূহ