পোস্টগুলি

অক্টোবর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাঙ্গ-ই-সাবুর

ছবি
পারসিয়ান লোকগাঁথায় প্রচলিত বিশ্বাস বা মিথ অনুযায়ী এক রহস্যময় পাথর আছে, যে পাথরের কাছে কোনো মানুষ উজাড় করে তার অবদমন করা সব দুঃখ, অবর্ণনীয় জীবন যন্ত্রণার কথা বলতে পারে। নিশ্চুপ সে পাথর দিনের পর দিন সেসব অসহনীয় কষ্ট নিজের মধ্যে শুষে নিতে থাকে এবং কোনো একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেদিন সে মানুষ জাগতিক সব দুঃখ-কষ্ট থেকে চিরতরে মুক্তি পায়।  আফগান দারি ভাষা এবং ফারসি ভাষায় অভিন্ন শব্দ " সাঙ্গ - ই - সাবু র" বা "দি প্যাসেন্স স্টোন" হচ্ছে সে রহস্যময়ী মুক্তি পাথর। লোকগাঁথার এ পাথরের নামানুসারে আফগান সাহিত্যিক এবং চলচ্চিত্র নির্মাতা আতিক রাহিমী "দি প্যাসেন্স স্টোন" সিনেমাটি নির্মাণ করেন এক ই  নামে তাঁর  ই  উপন্যাস অবলম্বন করে। আতিক রাহিমী, যিনি সোভিয়েত আমলে রুশ আগ্রাসনের ফলে কাবুল থেকে পাকিস্তানে শরণার্থী হয়ে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নিয়ে পরবর্তীতে ফরাসী নাগরিকত্ব লাভ করেন। তাঁর "এশেজ এন্ড আর্থ" উপন্যাস  ই য়োরোপ এবং দক্ষিণ আমেরিকায় বিপুল জনপ্রিয়তা লাভ করে। বলা বাহুল্য,  "দি প্যাসেন্স স্টোন" সে ধারবাহিকতার পরবর্তী সফল উপন্যাস এবং সিনেমা "দি...

দুঃস্বপ্ন (গল্প)

ছবি
এই মুহূর্তে শায়লাকে দেখে বোঝার উপায় নেই ঠিক কি ঘটে যাচ্ছে তার ভেতরে। সুন্দরি শায়লা মামুনের স্ত্রী আর একমাত্র ছেলে বুবুন কে নিয়ে তাদের সুখের সংসার। বার্নিশ করা আসবাবপত্র, ঝকঝকে মেঝে আর দেয়ালের রং দেখে অন্ততঃ তাই বোঝা যায়। তবে সুখের কথাটার পরে বিস্ময় চিহ্ন আবশ্যক! ঘরময় ঝুলে থাকা রঙ বেরঙের বেলুন, ডাইনিং আর ড্রয়িং রুমের অবস্থা দেখে যে কারো বুঝতে অসুবিধা হবার কথা নয় আজ এ ফ্ল্যাটে হৈহল্লা ছিল জন্মদিন উৎসবের। হ্যাঁ, আজ ছিল শায়লা এবং মামুনের একমাত্র ছেলে বুবুনের বার্থডে। বুবুনের বয়স আজ ছ’তে পড়ল। বুবুনের বাবা মামুন সারাদিনের এই আয়োজনের কোথাও উপস্থিত ছিলেন না ফলে আজকের এই উৎসব ছিল কিছুটা অন্যরকম। এই প্রথম বুবুন তার বার্থডেতে মন খারাপ করে বসে ছিল সারাক্ষণ। এখন বাজে রাত দেড়টা। ঘড়ির কাঁটা টিক টক করে অবিরাম জানান দিচ্ছে সময়। শায়লা ডাইনিং টেবিলে বিষণ্ণ মুখে বসে আছে। বুবুনটা মুখ ভার করে ঘুমিয়ে পড়েছে আজ একটু সকাল সকাল। ডোর বেলের টিং টং শব্দে শায়লার ভাবনায় ছেদ পড়ে। শায়লা উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজায় দাঁড়িয়ে গৃহকর্তা মামুন! যার উপস্থিতি ছিল সবার কাম্য। মামুনকে দেখে শায়লার বিষণ্ণতা রাগ আর বিরক্তিতে পরিণত...