সাঙ্গ-ই-সাবুর

পারসিয়ান লোকগাঁথায় প্রচলিত বিশ্বাস বা মিথ অনুযায়ী এক রহস্যময় পাথর আছে, যে পাথরের কাছে কোনো মানুষ উজাড় করে তার অবদমন করা সব দুঃখ, অবর্ণনীয় জীবন যন্ত্রণার কথা বলতে পারে। নিশ্চুপ সে পাথর দিনের পর দিন সেসব অসহনীয় কষ্ট নিজের মধ্যে শুষে নিতে থাকে এবং কোনো একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেদিন সে মানুষ জাগতিক সব দুঃখ-কষ্ট থেকে চিরতরে মুক্তি পায়। আফগান দারি ভাষা এবং ফারসি ভাষায় অভিন্ন শব্দ " সাঙ্গ - ই - সাবু র" বা "দি প্যাসেন্স স্টোন" হচ্ছে সে রহস্যময়ী মুক্তি পাথর। লোকগাঁথার এ পাথরের নামানুসারে আফগান সাহিত্যিক এবং চলচ্চিত্র নির্মাতা আতিক রাহিমী "দি প্যাসেন্স স্টোন" সিনেমাটি নির্মাণ করেন এক ই নামে তাঁর ই উপন্যাস অবলম্বন করে। আতিক রাহিমী, যিনি সোভিয়েত আমলে রুশ আগ্রাসনের ফলে কাবুল থেকে পাকিস্তানে শরণার্থী হয়ে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নিয়ে পরবর্তীতে ফরাসী নাগরিকত্ব লাভ করেন। তাঁর "এশেজ এন্ড আর্থ" উপন্যাস ই য়োরোপ এবং দক্ষিণ আমেরিকায় বিপুল জনপ্রিয়তা লাভ করে। বলা বাহুল্য, "দি প্যাসেন্স স্টোন" সে ধারবাহিকতার পরবর্তী সফল উপন্যাস এবং সিনেমা "দি...